জুড়ী প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২৪ ২২:৪৫

জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন জমা

উপজেলা পরিষদ নির্বাচনে জুড়ী উপজেলা থেকে মোট ১৭  জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দানের শেষ তারিখ ১৫ এপ্রিল অনলাইনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা প্রদান করেন।চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  রিংকু রন্জন দাস,সাবেক ভাইস চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগের আহবায়ক  কিশোর রায় চৌধুরী মনি,জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, আমেরিকা প্রবাসী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের ভাই  কবির উদ্দিন,তাদের অপর  ভাই নাসির উদ্দিন, যুবলীগ নেতা আলী হোসেন মনোনয়ন জমা প্রদান করেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা আল ইসলাহ সভাপতি আব্দুশ শহীদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, রুবেল আহমদ,ব্যবসায়ী শামীম আহমদ, যুবদল নেতা মোয়াজ জাকারিয়া শিপলু মনোনয়ন জমা প্রদান করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,সাবেক ভাইস চেয়ারম্যান আজিবুন খানম,শিল্পী বেগম মনোনয়ন জমা প্রদানের খবর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান ৯ এপ্রিল মনোনয়ন জমা প্রদান করলেও ১৪ এপ্রিল তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি চেয়ারম্যান পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহারের সময় তার মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত