নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৪ ০৩:৪৯

সিলেটে ইনোভেটরের বই বিনিময় উৎসব

বই বিনিময়ের মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে দেওয়ায় আহবান জানানোর মধ্য দিয়ে সিলেট অনুষ্ঠিত হলো ইনোভেটর আয়োজিত বই বিনিময় উৎসব।

২৩ এপ্রিল, মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বইপড়ুয়াদের সংগঠন ইনোভেটরের উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজন মুখর হয়ে উঠেছিল নানাবয়সী বইপ্রেমীদের আনাগোনায়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ বিনিময় উৎসবের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান জিনিস হচ্ছে বই। বই বিনিময়ের মাধ্যমে আসলে জ্ঞানের বিনিময় হয়। সমাজে আলো ছড়িয়ে যায় বইয়ের মাধ্যমে।

তরুণ প্রজন্মের উদ্দেশে তারা বলেন, বই বিনিময় মানে আলো দিয়ে আলো নেয়া, সুন্দরের বিনিময়ে সুন্দরকে খোঁজে পাওয়া। বক্তারা পাঠাভ্যাস বৃদ্ধিতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিক্ষাবিদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক সুমনকুমার দাশ।

ইনোভেটরের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন তথ্যচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো এবং অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস।

অনুষ্ঠানে ২ শতাধিক বইপ্রেমী সহস্রাধিক বই বিনিময় করেন।

আপনার মন্তব্য

আলোচিত