
২৪ মে, ২০২৪ ০২:০২
ছবি: সংগৃহীত
সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শহরতলির এয়ারপোর্ট এলাকা থেকে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রহিম মিয়া (২৪)। তিনি এয়ারপোর্টের ধাপানাটিলা এলাকার মো. বশির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরতলির এয়ারপোর্টের সিলেট ক্যাডেট কলেজের পাশের একটি রাস্তায় অভিযান পরিচালনা করে ১৫৩ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৯৯ হাজার ৬৪০ টাকা। এ সময় চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য