
২৭ মে, ২০২৪ ১৬:০৬
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
সোমবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় বারের মত নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী।
এ সময় সিলেট জেলা ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শপথ গ্রহণের পর দুপুর ১টায় মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম নেতাকর্মীদের নিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম দোয়াত কলম প্রতীকে ৩৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরও আগে তিনি উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন।
আপনার মন্তব্য