মৌলভীবাজার প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২৪ ২৩:৩৫

মৌলভীবাজারে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক। নিহত দুজনেই মোটরসাইকেল আরোহী।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

নিতহরা হলেন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২০) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)। আহত অপর আরোহী রাজু আহমদ (২৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির জানান, মোটরসাইকেলে করে তিন আরোহী রাজনগরের উত্তরভাগ থেকে আসছিলেন। পথে মুশুরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এসময় স্থানীয় জনতা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত