দিরাই প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২৪ ২৩:০১

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১০ জন আহত হয়েছেন। এছাড়াও দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই উপজেলার রাড়ইল গ্রামে এ সংঘর্ষের  ঘটনা ঘটে।

জানা যায়, রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সাথে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে চলছিল। এরই জের ধরে সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে করতে রাড়ইল গ্রামে যায় দিরাই থানা পুলিশ।  মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে চলে আসার পরেই সকাল থেকে দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। যা অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। এতে দুপক্ষের ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন।

 সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন মুহিবুর রহমান চৌধুরী (৩০), আঞ্জু চৌধুরী (২৫), সোহেল চৌধুরী (৩০), জুয়েল চৌধুরী (৪৫), আকমল চৌধুরী(৬০), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (৪০) । তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে আমরা অস্ত্র উদ্ধার ও আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি।

আপনার মন্তব্য

আলোচিত