বড়লেখা প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২৫ ১৮:৪৭

বড়লেখায় সাংবাদিক নূরুল ওয়াহিদকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নূরুল ওয়াহিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বড়লেখা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ফয়ছল আহমদ।

বড়লেখা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নূরুল ওয়াহিদ, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, ইসলামী ব্যাংক দাসেরবাজার আউটলেট ইনচার্জ হাফিজ ফয়ছল আহমদ, বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য তাহমীদ ঈশাদ রিপন, সাংবাদিক তাওহিদ সারওয়ার মান্না ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য রেদওয়ান আহমদ রুম্মান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস।

এসময় অন্যদের মাঝে সাংবাদিক নাজমুল ইসলাম তুহিন, বড়লেখা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এ জে লাভলু, যুব কল্যাণ পরিষদের বড়লেখা পৌর বিভাগের আহ্বায়ক ছায়েদ আহমদ ছাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা সদর ইউনিয়ন সেক্রেটারি মোল্লা আহমদ হোসাইন, সাংবাদিক নিজাম উদ্দিন, শাহরিয়ার আহমদ শাকিল, এশিয়ান টেলিভিশনের বড়লেখা প্রতিনিধি আফজাল হোসেন রুমেল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত