
১৮ জানুয়ারি, ২০২৫ ২১:৩৮
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সরকার ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ যদি আরো বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন দেওয়া হবে।
তিনি শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এমনটি বলেন।
তিনি বলেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে।
উপদেষ্ঠা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।
এদিকে স্বাস্থ্য উপদেষ্টা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে জানান, ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
সিলেট রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক সমাবেশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ত্যাগ আমাদের স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা মাত্র কয়েক মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। এ দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আমাদেরকে প্রাণান্তকর ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। আমাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আমরা যদি নিজেদেরকে পরিবার, সমাজ ও দেশের জন্য তৈরি করতে পারি, তবে আমরাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক সমাবেশ, মাদকবিরোধী শপথ গ্রহণ, রক্তদান কর্মসূচি ও অ্যাফেরেসিস মেশিন হস্তান্তর উপলক্ষে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত (সিনিয়র সচিব) মুশফিকুল ফজল আনসারী। এসময় তিনি বলেন, আমরা আমরাই। আমাদেরকে নামের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধীদলের উপর সীমাহীন দমন-নিপীড়ন চালিয়েছে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিতারিত করতে পেরেছে। এ কারণে দ্যা ইকোনমিক বাংলাদেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে স্বীকৃতি। তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা পরাজিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোন কিছুর বিনিময়ে তারা যেন আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোহাম্মদ তুহিন ফারাবী ও নুরুল ইসলাম সাজু। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো: আশরাফ আলম এনডিসি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র যুব সদস্য মাজেদ আহমদ চৌধুরী ও গীতা পাঠ করেন সুমিত অধিকারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট লাভের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানসহ ইউনিটের অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য