নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫ ২২:৩৬

মঙ্গলবার সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ৪ টি এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট সার্কিট হাউজ, জেলা প্রশাসকের ভবন, জেলা পরিষদ ও পুলিশ সুপারে কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

আপনার মন্তব্য

আলোচিত