২৯ অক্টোবর, ২০২৫ ২১:০২
হাকালুকি হাওরের একাংশের ফাইল ছবি।
মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি খুটাউরা হাওরখাল বিলে অ-মৎস্যজীবীদের নিয়ে অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী অর্ধশতাধিক প্রকৃত মৎস্যজীবী সম্প্রতি বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ আবেদনের অনুলিপি বিভাগীয় কমিশনার, সিলেট; জেলা প্রশাসক, মৌলভীবাজার; সহকারী কমিশনার (ভূমি), বড়লেখা; এবং স্থানীয় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছেও পাঠানো হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযোগকারীরা বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের বাসিন্দা। হাকালুকি খুটাউরা হাওরখাল বিলের সবচেয়ে নিকটবর্তী এ জনপদের প্রায় দশ সহস্রাধিক মানুষের জীবন-জীবিকা দীর্ঘদিন ধরে এই হাওর নির্ভর। প্রতি বছর এ বিল হতে কোটি কোটি টাকা সরকারি কোষাগারে রাজস্ব জমা হয়।
সরকারি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে মৎস্যজীবী প্রতিনিধি নিয়ে কমিটি গঠনের কথা থাকলেও তা উপেক্ষা করে বড়লেখা-জুড়ী উপজেলার প্রভাবশালী অ-মৎস্যজীবীদের দিয়ে সম্প্রতি কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যা আইন ও নীতিমালার পরিপন্থী বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় দরিদ্র মৎস্যজীবীরা সরকারি নিয়ম মেনে বৈধভাবে বিলের ভোগাধিকার নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছেন। তারা অভিযোগ করেছেন, অ-মৎস্যজীবী প্রভাবশালী গোষ্ঠীর দখলে গেলে প্রকৃত জেলে সম্প্রদায়ের জীবিকা হুমকির মুখে পড়বে।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও তহসিলদারকে বলা হয়েছে।
আপনার মন্তব্য