নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫ ২০:১৩

সিলেট নগরের যানজট নিরসন ও গাড়ি পার্কিং নিয়ে পুলিশের নতুন নির্দেশনা

সিলেট নগরীতে পরিবহন চলাচল ও পার্কিং ব্যবস্থা আরও শৃঙ্খলিত করতে তিন দফা নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক জনস্বার্থ সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

নগরীতে যানজট, ফুটপাত দখল ও বেপরোয়া পার্কিং দীর্ঘদিন ধরেই নাগরিক ভোগান্তির অন্যতম কারণ। এসব অনিয়ম রোধে এসএমপি এবার কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে। নতুন আদেশে নগরীর বিভিন্ন এলাকায় পার্কিং ও যানবাহন চলাচল সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

এসএমপির জারিকৃত আদেশ অনুযায়ী: এক. রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে ২৫ গজ পর্যন্ত পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, নগরীর যেকোনো মোড় বা ক্রসিংয়ের নিকটবর্তী এলাকায় যানবাহন থামানো বা পার্কিং করা যাবে না।

দুই. দুই লেনের সড়কে কোনো ধরনের পার্কিং করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে সরু সড়ক বা মধ্যপথে গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

তিন. নির্ধারিত পার্কিং স্থানে শুধুমাত্র এক লাইনে এবং অনুমোদিত সংখ্যক যানবাহন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, একাধিক সারিতে গাড়ি রাখলে সেটি নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইনের ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ প্রশাসন।

এসএমপির এক কর্মকর্তা জানান, নগরীর প্রধান সড়ক, বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “অন্যায্যভাবে পার্কিংয়ের কারণে প্রতিদিনই যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। নতুন নির্দেশনা মানা হলে শহরের চলাচল ব্যবস্থা অনেকাংশে সহজ হবে।”

নগরবাসীর অনেকে মনে করছেন, সিদ্ধান্তটি কার্যকরভাবে বাস্তবায়ন হলে সিলেটের সড়ক ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটবে। তবে, তারা চান—শুধু ঘোষণা নয়, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক।

আপনার মন্তব্য

আলোচিত