সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২৫ ২১:৪০

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে রফিনগর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবু হুরায়রা সেজান (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সেজান রফিনগর ইউনিয়নের সাদিপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে একটি মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সেজানকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত