জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:৫২

জামালগঞ্জে শিক্ষা সপ্তাহ পালন

জামালগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেলা র‌্যালী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সমাপনি  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভুঁইয়া। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  গোলাম সরোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ: হজরত আলী, ভীমখালী ইউ পি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার,সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন,সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, মোঃ: আল আমিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থার দেওয়ান মোহাম্মদ শাখাওয়াত হোসেন, রোকন উদ্দিন আহমেদ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইছুজ্জামান, নয়াহালট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার তালুকদার প্রমুখ। গেল পিএসসিতে ১৫টি জিপিএ ৫ পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। মেলায় অংশ গ্রহণকারী স্টল গুলোর মধ্যে হাজী কালা গাজী প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে।

জিপিএ ৫পাওয়া বিভিন্ন স্কুলের ৯৩ জন ছাত্র ছাত্রীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত