২০ নভেম্বর, ২০২৫ ১৯:৫২
সুনামগঞ্জের বিএনপির তিন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।
তারা হলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুল হক আফেন্দি,তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল কাশেম ও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিছবাহ।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত দলীয় প্যাডে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলীয় প্যাডে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল কাশেম বহিস্কারাদেশ প্রত্যাহার করার পর তিনি জানান, আমি সন্ধ্যার পর বহিস্কারাদেশ প্রত্যাহার কাগজ পেয়েছি। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্ধের প্রতি। জাতীয়তাবাদী দল বিএনপি আর্দশ নীতি মেনে নিজেকে পূর্বের ন্যায় দলের স্বার্থে কাজ করবো।তারেক রহমান হাতকে শক্তিশালী করতে আগামী দিন গুলোতে আন্দোলন সংগ্রাম নিজেকে উৎসর্গ করবো।
আপনার মন্তব্য