২৫ নভেম্বর, ২০২৫ ১৫:৩০
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কালিঘাট রোড এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় জিরাসহ দুই ব্যক্তিকে আটক করেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কালিঘাট এলাকায় চেকপোস্টের সময় এ অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, চেকপোস্টে একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করার সময় গাড়িতে থাকা ৪৫ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১ হাজার ৩৫০ কেজি জিরার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গাড়িটিও বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
অভিযানে আটককৃতরা হচ্ছেন, কোতোয়ালী থানার আম্বরখানা বড়বাজার এলাকার লাকির আহমেদের ছেলে রাফি আহমেদ (২০) এবং সুনামগঞ্জের শাল্লা থানার হবিবপুর এলাকার মৃত শ্রীকান্ত চন্দ্র সরকারের ছেলে রয়েল চন্দ্র সরকার (২৭)।
পুলিশের দাবি, ভারতীয় জিরা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে উপস্থাপন করা হয়েছে।
আপনার মন্তব্য