নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫ ২১:১৪

রায়হান হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে বুধবার

আকবরসহ বেশিরভাগ আসামি পলাতক

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আগামীকাল (বুধবার)।

এমনটি জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী।

তিনি জানান, সিলেট মহানগর জজ আদালতে বিচারাধীন থাকা এ মামলার মঙ্গলবার যুক্তি-তর্ক হওয়ার কথা ছিলো। তবে মামলার ৬ আসামির মধ্যে ৫ জন আদালতে হাজির না হওয়ায় যুক্তি-তর্ক পিছিয়েছে।

যুক্তিতর্কের নতুন তারিখ বুধবার (২৬ নভেম্বর) নির্ধারণ করেছেন আদালত এমনটি জানিয়ে আবুল ফজল চৌধুরী জানান, বুধবারই রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, মঙ্গলবার মঙ্গলবার আদালতে আসামিদের মধ্যে কেবল এএসআই আশেক এলাহী উপস্থিত ছিলেন। এই মামলায় তিনিই একমাত্র কারাগারে রয়েছেন। বাকীরা জামিনে বেরিয়ে গেছেন।

এরমধ্যে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হন। পরে চেম্বার জজ তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে তিনি আদালতে আত্মসমর্পন করেননি। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে।

বেশিরভাগ আসামি জামিন পেয়ে পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রায়হানের মা সালমা বেগম বলেন, আমার ধারণা জামিন পাওয়া আসামিরা দেশেই আত্মগোপনে আছে। তবে পুলিশ তাদের গ্রেপ্তার যথেষ্ট আত্মরিক না।

মামলার বিচারকাজও ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা অযথা সময়ক্ষেপণ করে রায় প্রদান বাধাগ্রস্থ করছেন।

২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রীর করা মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে। তারা ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।

এসআই আকবর ছাড়া এ মামলায় আরও ৩ আসামি আরও আগ্ই জামিন পেয়েছিলেন। এর মধ্যে সাবেক এসআই হাসান উদ্দিন শুরু থেকেই পলাতক। বন্দরবাজার ফাঁড়ির সাবেক কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশীদ জামিন পাওয়ার পর এক তারিখ এসে আদালতে হাজিরা দিয়েছিলেন। এরপর আর আসেননি। আর সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২) কে গ্রেপ্তারই করা সম্ভব হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত