নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫ ২১:৪৭

সিলেটে ইটভাটায় বিনিয়োগ করে প্রতারণার শিকার তরুণ, আদালতে মামলা

সিলেটে ইটভাটায় ১২ লাখ ৫৭ হাজার টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন এক তরুণ। ভাটার মালিকপক্ষ তার বিনিয়োগকৃত টাকা ফেরত দিচ্ছেন না। প্রতিশ্রুত ইটাও প্রদান করছেন না।

এমন অভিযোগে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন সিলেটের তরুণ প্রভাত পাল। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সি আর মামলা নং-১৫৫৯ /২০২৫।

মামলার অভিযুক্তরা হলেন- এনায়েতুর রহমান খান রাজু (৫০) ও তার ভাতিজা মোস্তাকুর রহমান (৩৫)।

মামলার আবেদনে প্রভাত পাল অভিযোগ করেন, তিনি ২০২৩ সালে বালাগঞ্জে রাজু ও মোস্তাকুরের মালিকানাধীন খান ব্রিক্স কোম্পানী (KBC) নামক প্রতিষ্ঠান থেকে দুই লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন। এসময় আসামিরা তাকে আশ্বাস দিয়েছিলেন, তাকে এই টাকার বিনিময়ে ২৫ হাজার ইট প্রদান করা হবে। ইট প্রদান না করা হলে লাভসহ ৩ লাখ ৩৭ হাজার টাকা প্রদান করবেন।

প্রভাত অভিযোগ করেন, এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ২ নং আসামি মোস্তাকুর রহমান আর্থিক সংকটের কথা বলে পভাতের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা ঋণ নেন। এরপর ইট ক্রয় বাবদ ১ নং আসামিকে দুই দফার আরও আরও ৫ লাখ ২০ টাকা প্রদান করেন প্রভাত।

প্রভাতের অভিযোগ, ইট প্রদানের কথা বলে কয়েকদফায় টাকা নিলেও আসামিরা ইট প্রদান করেননি। এনিয়ে বালাগঞ্জে আসামিদের সালিশ বৈঠকে বসলে তারা পাওনা পরিশোধের প্রতিশ্রুতি আসামীরা তাহাকে তাহার সকল পাওনা টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করে। এরপর গত ১৫ মে ২ নং আসামি তার বাবার নামে ডাচ বাংলা ব্যাংকের একাউন্টের ৬ লাখ টাকার দুটি চেক প্রভাত পালকে প্রদান করেন।

তবে প্রভাত খোঁজ নিয়ে দেখেন মোস্তাকুরের বাবা আগেই মারা গেছেন। ওই একাউন্টে কোন লেনদেন নেই। বাবা স্বাক্ষর জাল করে চেকগুলি প্রদান করেছেন মোস্তাকুর। এরপর এ ব্যাপারে আসামিদের সাথে প্রভাত পাল যোগাযোগ করলে তারা টাকা পাওয়ার কথা অস্বীকার করেন।

এরপর ১২ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন প্রভাত।

এ ব্যাপারে মঙ্গলবার রাতে অভিযুক্ত এনায়েতুর রহমান খান রাজু ও মোস্তাকুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আপনার মন্তব্য

আলোচিত