নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫ ১৫:০০

সিলেটে বাউল শিল্পীদের কর্মসূচীতে ‘পুলিশের আপত্তি’, একই স্থানে ‘তৌহিদী জনতার’ বিক্ষোভ

ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সিলেটে মানবন্ধন ও গানে গানে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়ছিলো বাউল ঐক্য পরিষদ।

আজ বুধবার বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ এই প্রতিবাদ কর্মসূচী আয়োজন করা হয়েছিলো। তবে প্রায় একই সময়ে ও একই স্থানে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ডেকেছে ‘তৌহিদী জনতা’।

এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে বাউল শিল্পীদের কর্মসূচী পালন না করতে বলেছে সিলেট মহানগর পুলিশ। এছাড়া অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নগরের চৌহাট্টা
শহীদ মিনার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস সিলেটটুডেকে বলেন, বাউল শিল্পীরা কর্মসূচী পালনের ব্যাপারে আমাদের কছে থেকে কোন অনুমতি নেননি। তবে এই স্থানে তৌহিদী জনতার পক্ষ থেকে একটি কর্মসূচী পালনের জন্য আমাদের কাছে আগেই আবেদন করা হয়েছিলো। তাদের অনুমতি দেওয়াও হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, পরে শুনেছি একই স্থানে বাউলরা একটি প্রোগাম করবেন। বিশৃঙ্খলা এড়াতে তাদের প্রোগাম না করতে বলা হয়েছে। পরবর্তীতে যথাযথভাবে অনুমতি নিয়ে কর্মসূচী ঘোষণা করতেও বলা হয়েছে।

পুলিশের আপত্তির কারণে প্রোগ্রাম স্থগিতের কথা জানিয়ে বাউল ঐক্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক বাউল শিল্পী সূর্যলাল দাশ সিলেটটুডেকে বলেন, পুলিশ কমিশনার আমাদের ফোন করে জানিয়েছেন আজকে শহীদ মিনার এলাকায় তৌহিদী জনতা কর্মসূচী ডেকেছে। তাই আমাদের কর্মসূচী অন্যদিন পালন করতে অনুরোধ জােয়েওেছন তিনি। একারণে আমরা আমাদের আজরে কর্মসূচী স্থগিত করেছি।

তিনি বলেন, আমরা আমাদের দাবি জানাতে চেয়েছিলাম। কিন্তু দাবি জানাতে গিয়ে যদি কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয় এসবের সাথে আমরা নেই। বাউলরা সবসময় শান্তির পক্ষে।

এ ব্যাপারে শহীদ মিনার প্রঙ্গণে তৌহিদী জনতার বিক্ষোভ কর্মসূচীর উদ্যোক্তাদের একজন ‘হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ একটি গণমাধ্যমকে বলেন- কথিত বাউলপন্থীরা সমাজকে অসুস্থ করে তুলছে। তাদের কার্যক্রম ইসলামের সম্পূর্ণ বিপরীতে। মানিকগঞ্জে বয়াতি আবুল সরকার ইসলামকে অবমাননা করে চরম দৃষ্টতা দেখিয়েছে। ফলশ্রুতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে জানতে পারলাম- এটাকে ইস্যু করে সিলেটে বাউলপন্থী নামে অসামাজিকতাকারীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ফলে আমরাও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিলাম। তবে পুলিশ তাদের বিরত রাখলে আমরা সেখানে যাবো না।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার ‘ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন’ বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ একটি মামলা করেন। মামলার পর আবুল সরকারকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদারীপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সন্ধ্যার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট আদালতে পাঠানোর পর বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।

এরপর গত রোববার আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত-অনুসারীদের ওপর হামলা করা হয়। একাধিক বাউলশিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরে ফেলে দিয়েছে ‘জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানার নিয়ে আসা মিছিলকারীরা। এ ঘটনায় আবুল সরকারের তিনজন অনুসারী আহত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত