বড়লেখা প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:১৫

বড়লেখায় গণপিটুনিতে আহত চোরের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আগর গাছ চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে আহত চোর ফারুক হোসেন (৫০) এর মৃত্যু হয়েছে।

১০ (ফেব্রুয়ারি) বুধবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার মুড়াউল গ্রামের তৈয়ব আলীর পুত্র।

জানা গেছে, গত ৭ (ফেব্রুয়ারি) রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে তারাদরম গ্রামের মুকিম উদ্দিনের আগর বাগানে গাছ চুরি করতে যায় ফারুক আহমদ ও তার সঙ্গীরা। গাছ চুরি করার এক পর্যায়ে মুকিম উদ্দিনের পাহারাদাররা বিষয়টি বুঝতে পেরে তাকে খবর দেন। খবর পেয়ে মুকিম উদ্দিন এলাকাবাসীর সহযোগীতায় ফারুক হোসেনকে আটক করতে সক্ষম হলেও তার সাথে থাকা অন্য চোরেরা পালিয়ে যায়। পরে জনতা ফারুক হোসেনকে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।

৮ (ফেব্রুয়ারি) সোমবার সকালে খবর পেয়ে থানা পুলিশ আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ১০ (ফেব্রুয়ারি) বুধবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে।

এদিকে আগর বাগানের মালিক মুকিম উদ্দিন ৮ (ফেব্রুয়ারি) সোমবার বাদী হয়ে ফারুক হোসেন গং দের নামে থানায় মামলা দায়ের করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ফারুকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, সে ২০০৯ সালের সিলেটের গোলাপগঞ্জ থানায় খুনসহ ডাকাতি মামলার চার্জশীটভূক্ত আসামী ছিল।

আপনার মন্তব্য

আলোচিত