নিউজ ডেস্ক

০৮ মার্চ, ২০১৬ ১২:৩২

ট্রেড লাইসেন্স বৃদ্ধিতে সিসিকের ‘ওয়ানস্টপ সার্ভিস’

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে ট্রেড লাইসেন্স, করধার্য্য ও কর আদায় সংক্রান্ত দু’দিন ব্যাপী ওয়ানস্টপ সার্ভিস।

আজ সকালে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ওয়ানস্টপ সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবিবসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেটে রাজস্ব ও কর আদায়ের পরিমান কম। তাই সংশ্লিষ্ট জনগনের মধ্যে কর প্রদান ও নিয়মতান্ত্রিকভাবে ব্যাবসা পরিচালনার আগ্রহ বৃদ্ধিতে এই আয়োজন।

লাইসেন্স ছাড়া নগরীতে ব্যবসা করা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে প্রদান নির্বাহী কর্মকর্তা বলেন, ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাবসা পরিচালনা একজন সুনাগরিকের কর্তব্য। তাই নগরীর উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীদের নিয়মিত ট্রেড লাইসেন্স হালনাগাদ করার আহ্বান জানান তিনি।

দু’দিন ব্যাপী ওয়ানস্টপ সার্ভিসে ট্রেড লাইসেন্স, করধার্য্য ও কর আদায় সংক্রান্ত যাবতীয় সেবা দ্রুততম সময়ে প্রদান করবে সিটি কর্পোরেশন।

আপনার মন্তব্য

আলোচিত