তপন কুমার দাস, বড়লেখা থেকে

০৮ মার্চ, ২০১৬ ১৬:২৩

মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে সরকার: হুইপ মো. শাহাব উদ্দিন

‘জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছে তা আর কোন সরকার দিতে পারেনি।’

তিনি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিগত বিএনপি জোট সরকারের আমলে জাতির বীর সন্তানদের দুস্থ মুক্তিযোদ্ধা হিসেবে মাত্র ৩শ টাকা ভাতা দেয়া হতো। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের ৫ হাজার টাকা করে রাষ্ট্রীয় সম্মাননা ভাতা প্রদান করছেন। এ ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করার পরিকল্পনা করছে সরকার। আগামী জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’ এছাড়াও মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপনসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩তলা ভবন নির্মাণে ব্যয়ে হবে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা।

বড়লেখা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, মুক্তিযুদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা তপন আলী, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, জালাল আহমদ, তপন কুমার দাস, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, মুক্তিযোদ্ধার সন্তান আলতাফ হোসেন মাসুম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত