বড়লেখা প্রতিনিধি

১২ মার্চ, ২০১৬ ১৬:২৭

বড়লেখায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে দুই চেয়ারম্যান প্রার্থীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা হলেন-দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে বিদ্রোহী (আওয়ামী লীগ) প্রার্থী মহিউদ্দিন আহমদ আদনান ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন। উভয়কে ২ হাজার টাকা করে জরিমান করা হয়।

জানা গেছে, শনিবার (১২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ আল মামুন সরকারি জায়গা ব্যবহার করে নির্বাচনী কার্যালয় নির্মাণ করে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবদুল্লাহ আল মামুন দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১৪ মার্চ প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থীকে নিয়ে আচরণ বিধির বিষয়ে সচেতনতামূলক সভা করা হবে। তারপরও আচরণ বিধি লঙ্ঘন করলে ১৬ মার্চ থেকে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত