বড়লেখা প্রতিনিধি

১৫ মার্চ, ২০১৬ ১৯:৫৬

বড়লেখায় ৭৩ লাখ টাকার ২ প্রকল্পের ভিত্তি প্রস্তর

ধাপে ধাপে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে: হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে ধাপে ধাপে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য সরকার সর্বস্তরের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন। তাই, শিক্ষা, অর্থনীতি, বিদ্যুৎ, চিকিৎসাসহ মানুষের কল্যাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হুইপ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উর্ধ্বমূখি সম্প্রসারণ ও বাংলাবাজার পশ্চিম-গড়া রাস্তার ৬৫০ মি: নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভিত্তি প্রস্তর হওয়া দুটি প্রকল্পের কাজে ব্যয় হবে প্রায় ৭৩ লাখ টাকা।

হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি আওয়ামী লীগ সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস প্রমুখ।  
এদিকে বিকেলে হুইপ কানোনগো বাজার এলাকায় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা ঋষিকেশ নাথের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এলজিইডির বাস্তবায়নে এতে ব্যয় হচ্ছে ৯ লাখ ৯ হাজার ৯৬২ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত