বড়লেখা প্রতিনিধি

১৬ মার্চ, ২০১৬ ১৮:০৪

বড়লেখায় চোলাই মদসহ নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ৩০ লিটার চোলাই মদসহ সেলিনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া সেলিনা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আলীর স্ত্রী। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই দেবাশীষ সূত্র ধরের নেতৃত্বে পুলিশ উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী আব্দুল আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় আব্দুল আলীর ঘরে ৩০ লিটার চোলাই মদ পাওয়া যায়। পরে পুলিশ ৩০ লিটার চোলাই মদসহ আব্দুল আলীর স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় মাদক ব্যবসায়ী আব্দুল আলীকে পাওয়া যায়নি।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মদসহ নারী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে সেলিনাকে বুধবার জেল হাজতে পাঠানো হয়। সেলিনার স্বামী মাদক ব্যবসায়ী আব্দুল আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত