জামালগঞ্জ প্রতিনিধি

১৬ মার্চ, ২০১৬ ২১:২৫

জামালগঞ্জে গীতিকার ইমরুল কয়েস লোক উৎসব শুরু

জামালগঞ্জে গীতিকার ইমরুল কয়েস ২ দিন ব্যাপী লোক উৎসবের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার দুপুর ২ টায় উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

অ্যাড: শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন  সুনামগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড: শাহানা বেগম রব্বানী,সাবেক উপজেলা চেয়ারম্যান ও দলীয় নেতা ইউসুফ আল আজাদ,থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,ভীমখালীর চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার,উপজেলা আ”লীগের সহসভাপতি করুনা সিন্ধু তালুকদার,মুহিবুর রহমান শাহ,আব্দুল মুকিত চৌধুরী,দলীয় নেতা কাজী আশরাফুজ্জামান।

অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল হক তালুকদার,জিতেন্দ্র তালুকদার পিন্টু,মিজবাহ উদ্দিন,আশরাফুজ্জামান,আবুল কালাম সরকার, মোবারক আলী তালুকদার,সেলিম আহমদ,আব্দুল লতিফ নাজেল,আবুল খয়ের,আবুল আজাদ,মলি হোসেন,আবু তাহের,আলী আমজাদ, মকবুল হোসেন আফিন্দি,কৃপেশ দত্ত ছাড়াও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ভীমখালীর মৌলিনগর গ্রামের খাল খননের কাজের উদ্বোধন ও কালীপুর গ্রামের নাট মন্দিরের উদ্বোধন করেন। 

আপনার মন্তব্য

আলোচিত