বিশ্বনাথ প্রতিনিধি

১৭ মার্চ, ২০১৬ ১৮:৫০

বিশ্বনাথে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

সিলেটের বিশ্বনাথে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এউপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। পরে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পৃথক পৃথক র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

উপজেলা প্রশাসন : র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মাশহুদুল কবীর। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই, ওসি (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মানি, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মাহবুব আলম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমির আলী, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক নিখিল পাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দুছ আলী, আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।

উপজেলা আ’লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, সাবেক আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক মারফত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, জাবেদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।

উপজেলা শিশু কিশোর মেলা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা শিশু কিশোর মেলার নেতৃবৃন্দ। র‌্যালী শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লণীগ সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার আলহাজ্ব পংকি খান।

উপজেলা শিশু কিশোর মেলার সভাপতি বদরুল ইসলাম মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা চেরাগ আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সদস্য বিভাংশু গুণ বিভু, ছিদ্দেক আলী, জুয়েল আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিশু কিশোর মেলার সহ সভাপতি আনসার আলী, লামাকাজি ইউনিয়ন শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক রায়হান আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দুলাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু কিশোর মেলার সমাজ কল্যাণ সম্পাদক মিয়াদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত আহবায়ক হাজী মিতাব আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, প্রবাসী আওয়ামী লীগ নেতা আবদুল বাহার আনা মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক মারফর আলী, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, শিক্ষক আবদুল হান্নান, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার মিয়া, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, নজরুল ইসলাম, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, জাবেদ আহমদ, সেচ্ছাসেবক লীগ রফিক মিয়া, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ সভাপতি তাজুল ইসলাম, আহমদ আলী, আরব শাহ, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শিপু, প্রচার সম্পাদক লিটন মিয়া, প্রকাশনা সম্পাদক শংকর বিহারী দাস, দপ্তর সম্পাদক আবদুস শহিদ সেবুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন, চারুকলা সম্পাদক আতিকুর রহমান মিয়াজী, সদস্য আবুল কালাম আজাদ, সিজিল মিয়া, নুরুল ইসলাম, শফি উদ্দিন, আলা উদ্দিন খান, ফরহাদ আহমদ, কিল্টন দে, আরাফাত আলী, তরুণ লীগ নেতা কাওছার মিয়া, এম খলকু প্রমুখ।

ইউনিটি ফ্রেন্ডসক্লাব : সিলেটের বিশ্বনাথে ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এউপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। ক্লাবের সভাপতি জুবায়ের আহমদ জয়’র সভাপতিত্বে ও জেলা তরুণ লীগের সদস্য আবদুল বাতিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা যুবলীগ নেতা সুন্দর আলী রুহুল।

আপনার মন্তব্য

আলোচিত