ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ, ২০১৬ ১৬:২২

চলছে সিলেটে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই

জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও ২৩তম জাতীয় শিশুদিবস উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘জাতীয় শিশুকিশোর সংগঠন’ বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা’১৬ সিলেট সরকারি অগ্রগ্রামী স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা’১৬ এর উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন সিলেট সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যলয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ।

বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সভাপতি আলী আশফাকের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক পিংকু ধরের স ালনে সভায় আরো বক্তব্য রাখেন জেলার সভাপতি ফয়ছল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আজিজ, জেলার সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মজনু, প্রবাল চৌধুরী পুজন, এম.এইচ হক, মহানগর শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম মাছুম, মিল্লাত চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি সজল কান্তি দে, গুপিকা রঞ্জন দাশ, সালাম তাপাদার টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন খান, সৈয়দ ইছলাহ উদ্দিন মাহবুব, সাজ্জাদুল হক, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সামাদুল কমর চৌধুরী লিটন, তোফায়েল আহমদ সুমন, মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার রাজু, জেলার সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন অপি, মহানগরের সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, সৈয়দ নাহিদ রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএ তামিম সিদ্দিকী, জেলার অর্থ সম্পাদক রাজু দে, পিকু ধর, ফখরুল ইসলাম, দিব্য জুত্যি, কাউসার আহমদ হিমেল, মিথুন দেব, সুয়েদ আহমদ খান, জাহিদুল ইসলাম, আলী হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবমহিলা লীগের যুগ্ম আহবায়ক ডাঃ খোর্শেদা আক্তার বিউটি, জেলার মহিলা সম্পাদিকা রোকসানা আহমেদ, মহানগরের মহিলা সম্পাদিকা শিখা মালাকার, দপ্তর সম্পাদক শাহরিয়ার মাহমুদ শাওন, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা গোলাপগঞ্জ উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক উনু মিয়া, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি বদরুল ইসলাম মহসিন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সমাজসেবা সম্পাদক মিয়াদ আহমদ, চারুকলা সম্পাদক আতিকুর রহমান মিয়াজি, আব্দুল কাদির ইমন, ফরিদুল আলম, ইফতেখার আহমেদ প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত