বিশ্বনাথ প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৬ ২২:৫৫

পুকুরে সোনার বরণ কৈ!

কৈ মাছ তো কতো দেখেছেন। কিন্তু একেবারে সোনারঙা কই কি দেখেছেন কখনো? শুক্রবার বিশ্বনাথে একটি পুকুরে পাওয়া যায় সোনার বরণ একটি কৈ মাছ।

পুকুর থেকে মাছটি ধরা পড়ার পরপরই সোনার কৈ মাছ পাওয়া গেছে এমন সংবাদ ছড়িয়ে পড়ে সর্বত্র। মাছটি দেখতে ভিড় করেন অনেকে।

উপজেলার রামপাশা রোডস্থ ‘রুস্তুম আলী ভিলাতে’ গেলে সেখানে দেখা যায় কৈ মাছটি দেখার জন্য উৎসূক জনতার ভিড়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে বিশ্বনাথে বসবাসরত নেত্রকোনার বারহাট্টা থানার আমগুয়াইন গ্রামের এখলাছ মিয়া স্বপরিবারে ‘রুস্তুম আলী ভিলাতে’ বসবাস করে আসছেন। শুক্রবার দুপুরে পুকুরে গোসল করার সময় মাজেদার পুত্র সুমন আহমদ (১২)’র কাছে ধরা পরে সোনালী রঙের কৈ মাছটি।


কলোনীর সত্ত্বাধিকারী ছুরাব আলী জানান- পুকুরে পাওয়া মাছটি হযরত শাহজালাল (রাঃ) এর মাজারে প্রেরণ করা হবে।

উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, একটি স্থানে দীর্ঘদিন ধরে বসবাসকারী কিংবা আলো কম পাওয়ার কারণে মাছের রং পরিবর্তন হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত