আখালিয়া থেকে নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০১৬ ১৪:২২

টুকেরবাজার ইউপির আখালিয়ায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল, তাণ্ডব

সিলেট  সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে  টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডী আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকরা তাণ্ডব চালিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে দুই যুবলীগ নেতার নেতৃত্বেহামলাকারীরা এসময় ককটেলের বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি বিএনপির পোলিং বুথও ভাঙচুর করে।



দুপুর ১টার পর থেকে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের ঘরানার হিসেবে পরিচিত নেতাকর্মীরা কেন্দ্রটিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এসসময়  পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন সহকারি প্রিসাইডিং অফিসার।


সংঘর্ষ চলাকালে ভোটকেন্দ্রে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এছাড়া কেন্দ্রের বাইরে বিএনপির পোলিং বুথও ভাঙচুর করে। আতংকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেন কর্তব্যরত রিটার্নিং অফিসার।

বিএনপি অস্থায়ী নির্বাচন কার্যালয়ের চেয়ার টেবিল  পুড়ানোর সময় ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ সহ অনেকে। এ সময় নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়।


হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। তবে দুপুর ২টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে কোন ভোটার নেই।

ভোট কেন্দ্র দখল চেষ্টার বিষয়ে সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন ছন্দা জানান, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।  কেন্দ্রটির আশেপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।


আপনার মন্তব্য

আলোচিত