নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০১৬ ২২:০৫

কান্দিগাঁওয়ে ভোটবাক্স নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলা, গুলি

সিলেট সদর উপেজলার কান্দিগাঁও ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ভোট বাক্স নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। এতে আহত হন অন্তত ২ জন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইউনিয়নের সুজাতপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণণা পর ফলাফল ঘোষণা শেষে ভোটবাক্স নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে নিয়ে যাওয়ার সময় স্থানীয় অনন্তপুর ও বাদেআলী গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

এসময় হামলাকারীরা পুলিশের একটি মাইক্রোবাসসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং কিছু সময় সড়ক অবেরাধ করে রাখে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে বাদেআলী গ্রামের বাসিন্দা খুন হওয়া শিশু সামিউল আলম রাজনের বাবা আজির উদ্দিন জানিয়েছেন, পুলিশের গুলিতে স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত