নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০১৬ ১২:৪৯

বিস্ফোরক মামলায়ও জামিন, ১৫ দিনের মুক্তি মিলছে আরিফের

মায়ের অসুস্থতাজনিত কারণে কিবরিয়া হত্যা মামলায় ১৫ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন সিলেট সিটি করপোরেশেনর বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী। তবে বিস্ফোরক মামলা গ্রেপ্তার থাকায় মুক্তি মিলছিল না। এবার সেই মামলাতেও জামিন পেয়েছেন সিসিকের বহিষ্কৃত মেয়র।

রবিবার সকাল পৌণে ১১টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসহাব উল্লাহ তার ১৫ দিনের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২২ মার্চ উচ্চ আদালত থেকে কিবরিয়া হত্যা মামলায় ১৫ দিনের জন্য জামিন লাভ করেন আরিফ।

হত্যা ও বিস্ফোরক উভয় মামলায় জামিন পাওয়ায় এখন আরিফুল হক চৌধুরীর কারামুক্তিতে কোন বাধা নেই বলে মনে করছেন তার অনুসারী নেতাকর্মীরা।


উল্লেখ্য, আরিফুল হকের মা রহিমা খাতুন অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত