নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০১৬ ২০:০৮

অপরিচ্ছন্ন পরিবেশ, পাঁচ ভাই ও পানসীকে জরিমানা

সিলেট নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই দুই রেস্টুরেন্টকে জরিমানা করে। অপরিচ্ছন্ন পরিবেশ ও ভেজাল খাবারের কারণে এই জরিমানা করা হয়।

একই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস রাখার অপরাধে পাঁচভাই রেস্টুরেন্টকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা। আর নোংরা পরিবেশের কারণে পানসীকে গুণতে হয় ৫ হাজার টাকা জরিমানা।

এছাড়া রাশেদ রেস্টুরেন্ট নামের আরেক প্রতিষ্ঠানকে নোংরা পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

অভিযানকালে তার সাথে ছিলেন ভ্যাটেরিনারী সার্জন মাহবুব আলম।

আপনার মন্তব্য

আলোচিত