বিশ্বনাথ প্রতিনিধি :

০৬ এপ্রিল, ২০১৬ ২৩:২৫

বিশ্বনাথের দুই ইউনিয়নে নৌকার সমর্থনে সভা

নৌকা মার্কায় ভোট চেয়ে বিশ্বনাথের দেওকলস ও অলংকারীতে পৃথক সভায় সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা প্রতীক আমাদের উন্নয়ন অগ্রগতির প্রতীক, নৌকা জননেত্রী শেখা হাসিনার প্রতীক। আমাদের সকল নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে, নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

বুধবার (৬ এপ্রিল) রাতে দেওকলস ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম জুয়েলের সমর্থনে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার বিকেলে অলংকারী ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়ার বাড়িতে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায়ও প্রধান অতিথি হিসেবে একই বক্তব্য দেন তিনি।

অলংকারী ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হিরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রফিক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, আ’লীগ নেতা অধ্যাপক এমএ ওয়াহাব, অধ্যাপক মনিরুল ইসলাম মনির, আ’লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী শংকর চন্দ্র ধর, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুহেল আহমদ মুন্না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগ নেতা শামছুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুয়েল আহমদ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ। এছাড়া সভায় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্চাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দেওকলস ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম জুয়েল। দেওকলস ইউনিয়ন আ’লীগ সভাপতি আবদুল মোমিন মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত আচার্য্য, আ’লীগ নেতা নুরুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা লুৎফুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী ও আলতাব।

বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আলী আফছর মাস্টার, আবদুল মতিন, আবদুল খালিক বিডিআর, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ, রায়হান খান, সিতাব আলী, নিশি কান্ত পাল, নজরুল ইসলাম, রফিক মিয়া, জিলু মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহমুদ আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, সদস্য সায়েদ আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

আপনার মন্তব্য

আলোচিত