নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০১৬ ১২:৫১

৪ দফা দাবিতে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, উপবৃত্তি প্রদান ও কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় অন্তর্ভুক্তির দাবীতে সিলেটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ মে) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটিঅআই ছাত্র কমিটির ব্যানারে মানববন্ধনে অংশ নেয় খাদিমনগর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউশনের কয়েকশ শিক্ষার্থী।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এ.টি.আই ছাত্র কমিটি খাদিমনগর শাখার সভাপতি মো: তানভীর হোসেন সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ শিক্ষার্থীরা।

এসময় বক্তারা অভিযোগ করেন, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না থাকায় দেশের ১৬টি সরকারী ও ১৪৩টি বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউশনের হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।

তাছাড়া সরকার কৃষি ডিপ্লোমা-ধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় অঙ্গীকার করলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যান্য শিক্ষার্থীরা উপবৃত্তি পেলেও তাদের এই সংযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

এমতাবস্থায় সারাদেশের সাথে আজ সিলেটেও আন্দোলনে নেমেছেন তারা। দ্রুত দাবী না মানা হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচী গ্রহণ করবেন বলে জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত