নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০১৬ ১৫:২১

শপথ নিলেন সিলেট সদর উপজেলার ৭ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

সিলেট সদর উপজেলার নব নির্বাচিত ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (৪ মে) সকাল সাড়ে ১১ টায় সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো.জয়নাল আবেদিন।

এ সময় জেলা প্রশাসক নব নির্বাচিত চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকতা ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত জন প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা পরিষদকে আপনারা একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবেন। ২০২১ সালের মধে দেশকে মধম আয়ের দেশে পরিনত করতে হলে সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।

কোন দলের নয় সকলের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আপনারা যারা নির্বাচিত হয়েছেন আপনারা সবার প্রতিনিধি হিসাবে কাজ করবেন। এসময় জেলা প্রশাসক বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, দেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে হলে আজকের শপথকে শুধু মুখে নয় মনের মধে ধারণ করতে হবে।

শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ আবদুল আহাদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বাদশা, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আখতার হোসেন। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মধে বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউপির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউপি সদস্য আব্দুল মুছব্বির ও টুলটিকর ইউপির সদস্য আমিনা বেগম।

শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানদের মধে শপথ গ্রহন করেন কান্দিগাঁও ইউপির চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাটখোলা ইউপির চেয়ারম্যান আজির উদ্দিন, টুলটিকর ইউপির চেয়ারম্যান এস.এম. আলী হোসেন, খাদিমপাড়া ইউপির চেয়ারম্যান আফছর আহমদ, মোল্লারগাঁও ইউপির চেয়ারম্যান হিরণ মিয়া, জালালাবাদ ইউপির চেয়ারম্যান মনফর আলী, খাদিম নগর ইউপির চেয়ারম্যান দেলওয়ার হোসেন।

উল্লেখ্য গত ২২ মার্চ সিলেট সদর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এর মধে ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচিতদের গেজেট ১১ এপ্রিল প্রকাশিত হয়। সে অনুযায়ী আজ চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। টুকেরবাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোট কেন্দ্রে সংঘর্ষের কারণে গেজেট প্রকাশিত না হওয়ায় আজ টুকেরবাজার ইউনিয়নের নির্বাচিতদের শপথ গ্রহন হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত