নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০১৬ ২২:২০

‘ছেলে সন্তানের জন্য বিশেষ ঔষধ’ দেন তিনি, আদালত দিলো কারাদণ্ড

যে মেয়েদের শুধু মেয়ে সন্তান হয়, ছেলে সন্তানের জন্য বিশেষ ঔষধের ব্যবস্থা রয়েছে'- এমনটি লেখা রয়েছে তাঁর ভিজিটিং কার্ডে। তাঁর নাম গৌর হরি বিশ্বাস। নামের আগে যুক্ত রয়েছে 'ডা.'। যদিও চিকিৎসাশাস্ত্রে কোনো ডিগ্রী নেই তাঁর।

সিলেটের গোয়াবাড়ি বাজারে অভিযান চালিয়ে এই ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে তাকে আটক করা হয়। ডাক্তার পদবী ব্যবহার করায় আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন।


গৌর হরি বিশ্বাস নামক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোয়াবাড়ি বাজারে গোপীনাথ মেডিক্যাল হল নামক ফার্মেসি খুলে ডাক্তার পদবী ব্যবহার করে মানুষকে প্রতারিত করে আসছিলেন।

ডাক্তারির কোনো ডিগ্রি না থাকলেও তিনি নিজের ভিজিটিং কার্ড এবং প্রেসক্রিপশনে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী ও জিয়াউল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত