সিলাম থেকে দেবব্রত চৌধুরী লিটন

০৭ মে, ২০১৬ ১১:৫২

সিলামে ভোট প্রদানে নারীরাই এগিয়ে

দক্ষিণ সুরমার ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে হযরত শাহ্ তৈয়ব (রহ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল নারী ভোটারা দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন।

ইউপির পশ্চিমপাড়ার বাসিন্দা জমির মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান এই ভোট কেন্দ্রের ৯ নং ওয়ার্ডে ৭জন প্রার্থী ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই কেন্দ্রটিতে বিপুলসংখ্যক ভোটার তাদের ভোট দিতে সকাল থেকেই জড়ো হচ্ছেন।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহমুদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান বেলা সোয়া ১১ টা পর্যন্ত ২৩৬৮ জন ভোটারের মধ্যে ১০০০ জনের উপরে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালে বৃষ্টির কারণে লাইনে দাড়াতে কিছুটা সমস্যায় পরতে হয়েছিল ভোটারদের বলেও এসময় জানান তিনি।

ভোট দিয়ে বাড়িতে ফেরার পথে কথা হয় ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নাসিমা বেগমের সাথে তিনি জানান শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন তিনি।

৫নং সিলাম ইউপিতে  ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোঃ. ইকবাল হোসেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ. ইকরাম হোসেন, মোটর সাইকেল প্রতীকে এম কে করিম কাওছার, আনারস প্রতীকে এস এ ফয়সল ও ঘোড়া প্রতীকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো.মুজিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন

আপনার মন্তব্য

আলোচিত