বাঘা থেকে নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০১৬ ১২:১৮

গোলাপগঞ্জের বাঘায় ভোট দিতে আসা বেশিরভাগই নারী ভোটার

গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে থেমে থেমে চলা বৃষ্টির মধ্যেই সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এই ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে  পুরুষ ভোটারদের তুলনায় অনেক বেশি নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে। মাঝে বেশ কিছু সময় বৃষ্টির জন্য ভোটগ্রহণের হার কমে গেলেও বৃষ্টি কমে আসার সাথে সাথেই ভোটার লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।

বেলা ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ শতাংস ভোটগৃহিত হবার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুস শহিদ জানান, বৃষ্টির জন্য প্রত্যাশার চেয়ে ভোটার উপস্থিতি কম।

ইউনিয়নের তুরগবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বাঘা ১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় লাইনে দাঁড়ানো বেশিরভাগই নারী ভোটার।

শনিবার (৭ মে) সকাল ৮টা থেকে সিলেট জেলার ৩ উপজেলার মোট ২৪ টি ইউনিয়নে চতুর্থ দফার ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এসব অঞ্চলে এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত