রাজনগর থেকে নিজস্ব সংবাদদাতা

০৭ মে, ২০১৬ ১৩:৩৩

বেলা বাড়ছে, ভোটারদের উপস্থিতিও বাড়ছে

সুষ্ঠুভাবে চলছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। সকাল থেকে ৮ টা থেকে শুরু করে এখন পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইন ভোট কেন্দ্রে। চলছে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ। 

শনিবার ৭ মে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে এ দৃশ্য দেখা যায় ৫নং ওর্য়াডের ফানিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

সরেজমিনে দেখা যায়, নারী পুরুষের দীর্ঘ লাইন ভোট কেন্দ্রের সামনে। নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি। বেশ কয়েকজন নারী ভোটার জানান, আকাশ মেঘলা এবং আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা থাকায় তাঁদের খুব একটা কশট পোহাতে হচ্ছে না। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: সহিদুর রহমান সিদ্দিকী জানান, সকাল থেকেই সুষ্ঠভাবে ভোট গ্রহন চলছে তার কেন্দ্রে। এখন পর্যন্ত তারা ৫০ ভাগ ভোট কাস্টিং হয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। 

তিনি আরও বলেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। সকালের চেয়ে বেলা বারটার পর নারী ভোটারের সংখ্যা বেড়েছে।

ভোট দিতে ভোটারদের কোন সমস্যা হচ্ছে না বলে তিনি মন্তব্য করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন।

ভোট দিতে আসা তেরাব আলী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। তাদের কোন সমস্যা হচ্ছে না।

ভোটের লাইনে দাড়ানো একলাছ মিয়া জানান,সকাল থেকেই নারী পুরুষ সবাই ভোট দিতে আসছে। তিনি তার প্রার্থী নিয়ে আশাবাদী।

মেম্বার পদপ্রার্থী মো:লয়লু মিয়া বলেন, তিনি তালা মার্কা নিয়ে দাড়িয়েছেন। তিনি তার জয় নিয়ে শতভাগ আশাবাদী। 

উল্লেখ্য,  ২নং উত্তরভাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন,মেম্বার পদে ৯ জন ও মহিলা মেম্বার পদে ২ জন প্রতিদন্ধী প্রতিদন্ধীতা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত