নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০১৬ ২২:৪৪

লক্ষ্মীকান্ত সিংহকে সুজনের সংবর্ধনা

জাতিসংঘের ইকোসকের বিশেষ মর্যাদা অর্জনের জন্য একনিক কমিউনিটি ডেভোলাপমেন্ট অর্গানাইজেশন এডকো এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহকে সংবর্ধনা প্রদান করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন, সিলেট জেলা কমিটি।

শনিবার (১৪ মে) বিকেলে নগরীর একটি হোটেলের সভাকক্ষে সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রেজাউল করিম, সিলেট জেলা বারের সভাপতি এ.কে. এম. শমিউল আলম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সিকন্দর আলী, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক আল আজাদ, শাবিপ্রবির শিক্ষক ড. ফয়ছল আহমেদ, জুবেদা খানম খান, তাহমিনা ইসলাম, টুলটিকর ইউপির চেয়ারম্যান এস.এম. আলী হোসেন ও সংবর্ধিত ব্যক্তিত্ব লক্ষ্মীকান্ত সিংহ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এডকোর মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পাওয়া খুবই গৌরবের বিষয়। সিলেটের ওরাও সম্প্রদায়ের ভূমি আত্মসাৎ এর বিরুদ্ধে এডকো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ। এছাড়াও চা শ্রমিক, মনিপুরি, খাসিয়া,পাত্র সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এডকো বিশেষ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়েছে।

এই স্বীকৃতির ফলে জাতিসংঘে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপনের সুযোগ সৃষ্টি হলো।


আপনার মন্তব্য

আলোচিত