সিলেটটুডে ডেস্ক

১৫ মে, ২০১৬ ০০:৫১

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের সভায় হামলার প্রতিবাদে রবিবার বিক্ষোভ

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেল ৫টায় কদমতলী পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ছয় টায় গোটাটিকর বিসিক পয়েন্টে কমিটির সিনিয়র সদস্য এডভোকেট ওবায়দুর রহমান এর সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব এবং বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, গনতন্ত্রী পার্টি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ প্রমূখ।

সমাবেশ চলাকালে সন্ধ্যা অনুমান সাড়ে সাত টায় ১৫/২০জন অস্ত্রধারী সন্ত্রাসীরা নিজেদেরকে সরকার দলীয় কর্মী দাবী করে সরকারের বিরুদ্ধে কেন সমাবেশ হচ্ছে বলতে বলতে পূর্ব হতে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা সমাবেশস্থলে আক্রমন করে। তাদের অস্ত্রের আঘাতে বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর মারাত্মকভাবে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এছাড়া গনতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ, আজিজুর রহমান খোকনসহ আরো ৪/৫ জন আহত হন। সন্ত্রাসীরা সমাবেশস্থলে অবস্থিত সংগঠনের কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী ও মাইক ভাংচুর করে এবং মোবাইল ও নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। উক্ত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর উদ্যোগে রবিবার বিকাল সাড়ে চার টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের আহবায়ক ও সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন,  গণতন্ত্রী পার্টি সিলেট এর সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী, ন্যাপ সিলেট মহানগরের সভাপতি ইসহাক আলী, কমিউনিস্ট পার্টি সিলেট এর সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সিলেটের এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী, বাসদ সিলেট এর জুবায়ের আহমদ সুমন, প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাসান, সাধারণ সম্পাদক বি.এইচ.আবীর, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক রতন দেব, চারন সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহবায়ক নাজিকুল ইসলাম রানা, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সপ্তর্ষী দাস, সাধারণ সম্পাদক দীপংকর দাস গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ্র, সাধারণ সম্পাদক এ.এম. ওয়াদুদ এক যুক্ত বিবৃতিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর উদ্যোগে আজ গোটাটিকর-বিসিক পয়েন্টে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।      

আপনার মন্তব্য

আলোচিত