কুলাউড়া প্রতিনিধি

১৫ মে, ২০১৬ ১৬:০৫

কুলাউড়ায় মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

সরকারী ও বেসরকারী হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের  ১০ দফা দাবিতে কুলাউড়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে রোববার দুপুর ২টায় কুলাউড়া হাসপাতালের সম্মুখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ সাঈদুর রহমান চৌধুরী ও এস. টি খলিলুর রহমানের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন, ফিজিওথেরাপিস্ট দুলাল চন্দ্র পাল, তাসলিমা আক্তার, দেবাশীষ চন্দ, তামজিদ, শুভ্রত, রাজিব দেবনাথ, মতিউর রহমান, মাহফুজুর রহমান, মাসুম পারভেজ প্রমুখ।

এসময় বক্তারা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নতুন পদ সৃষ্টি, স্থগিতকৃত নিয়োগ নিষ্পত্তি, কারিগরী শিক্ষা বোর্ড পরিচালিত অবৈধ মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ, সরকারী চাকুরীর ক্ষেত্রে ১০ম গ্রেডে উন্নতীকরণ ও সকল বিভাগের বিএসসি কোর্স চালু করাসহ দশ দফা দাবি বাস্তবায়নের কথা উল্লেখ করেন।

অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে লাগাতার ধর্মঘট ও কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালনের হুশিয়ারী দেন আন্দোলনরত টেকনোলজিস্টদের।

আপনার মন্তব্য

আলোচিত