ওসমানীনগর প্রতিনিধি

২৯ জুন, ২০১৬ ০২:০৯

ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

সিলেটের ওসমানীনগরে ৩টি ফলের ও একটি কনফেকশনারী দোকানে অভিযানে চালিয়ে ভ্রাম্যমান আদালত ৪টি মামলার মাধ্যমে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট মোহাম্মদ শওকত আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, এস আই রমা প্রসাদ, তপন কুমার। নির্বাহী ম্যাজেষ্ট্রিট বিভিন্ন পশারী দোকানে নিত্য পণ্যের তালিকা আগামী দুদিনের মধ্যে লাগিয়ে রাখার নির্দেশ প্রদান করেন অন্যতায় পরবর্তীতে আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হবে। বাজারের ফুটপাত ও মহাসড়কে অবৈধ ভাবে দখল নেয়া ব্যবসায়ীদের তুলে দেয়া হয়। যারা পরবর্তীতে সরকারী জায়গা দখল করে ব্যবসা করবেন তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত