বিশ্বনাথ প্রতিনিধি

২৯ জুন, ২০১৬ ০২:১৯

‘আ’লীগ গুম কিংবা হত্যার রাজনীতি বিশ্বাসী নয়’

সিলেটের বিশ্বনাথ উপজেলা আ’লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আ’লীগ ‘হত্যা-গুমের’ রাজনীতিতে বিশ্বাসী নয়। বঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়ন করাই আ’লীগের প্রধান কাজ। তিনি বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ’সহ সকলখ্যাতে ব্যাপক হারে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। যা অন্য কোন সরকারের আমলে হয়নি।

উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যানের যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আ’লীগের জনসংযোগ সম্পাদক চৌধুরী রবিন পাল, উপজেলা আ’লীগ নেতা আসাদুজ্জামান শাহ ফয়েজ আহমদ সেবুল, শফিক উদ্দিন স্বপন, জয়ন্ত আচার্য্য, মহব্বত আলী, আবদুল জলিল জালাল, জেলা ছাত্রলীগ নেতা শাহ বোরহান আহমদ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। পবিত্র কোরআন তেলাওয়াত করে যুবলীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী সেলিম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুর কবীর, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান সম্পাদক ফজলু মিয়া, স্বাস্থ্য সম্পাদক ডাঃ শাহনুর হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুফি সামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, অতুল দেব, আবুল কালাম ফনিক, আবদুল মোমিন, হাজী আরিফুল্লাহ সিতাব, দেলোয়ার হোসেন রুপন, শংকর চন্দ্র ধর, আবদুল আজিজ, তফজ্জুল আলী, আকবর আলী, আব্দুল মতিন, মিজানুর রহমান মিজান, শাখাওয়াত হোসেন, জুনেদ আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাংগঠনিক সম্পাদক হারান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা জহুর আলী, নিজাম উদ্দিন, আব্দুর রউফ, ইকবাল হোসেন শাহীন, সঞ্চিত আচার্য্য, তাজুল ইসলাম, দবির মিয়া, রাসেল আহমদ, নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান দুলু, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য অপু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, সদস্য সায়েদ আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ জয়, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি বদরুল ইসলাম মহসিন, উপজেলা তরুণ পার্টির সাধারণ সম্পাদক আবদুল বাতিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত