কমলগঞ্জ সংবাদদাতা

২৯ জুন, ২০১৬ ১৬:০৮

পাত্রখোলা চা বাগানে নারী শ্রমিকের শ্লীলতাহানি, পঞ্চায়েত সেক্রেটারি বহিষ্কার

কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে এক নারী চা শ্রমিকের শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম( আমুল) একে বহিস্কার করা হয়েছে। এরআগে তার বহিস্কারের দাবিতে বিক্ষোভ করে বাগান শ্রমিকরা।

জানা যায়, গতমাসে মধ্যরাতে পঞ্চায়েত সেক্রেটারি আমুল নাজমীন আক্তার নামের এক নারী চা শ্রমিকের ঘরে ঢুকে তার শ্লীলতাহানীর চেষ্টা করে। নাজনীনের চিৎকারে লাইন চৌকিদাররা (নাইট গার্ড) ছুঠে এলে আমুল পালিয়ে যায়।

এই ঘটনার এক মাস পেরিয়ে গেলেও কোনো বিচার না হওয়ায় সেমাবার ভোর ৬ টায় চা বাগানের নারী শ্রমিকরা অফিসের প্রধান ফটক অবরুদ্ধ করে ধর্মঘট শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অন্য চা শ্রমিকরাও নারী শ্রমীকদের প্রতি সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগ দেয়। তারা সাধারণ সম্পাদকের বহিষ্কার ও বিচার দাবি করে।

পরিস্থিতি সামাল দিতে বাগান সভাপতি শিপন চক্রবর্তী সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা দিলে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেয়।

এ ব্যাপারে বাগান সভাপতি শিপন চক্রবর্তী বলেন, শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে সাধারণ সম্পাদককে মৌখিকভাবে বহিস্কার করেছি। এ ব্যাপারে মামলা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত