সিলেটটুডে ডেস্ক

২৯ জুন, ২০১৬ ১৬:২০

সড়ক সংস্কারের দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন

বিয়ানীবাজার পৌরসভার ভিতর সিলেট-বিয়ানীবাজার সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

বুধবার (২৯ জুন) স্থানীয় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে খাসা নবীন সংঘের (রেজি-নঃ৪১০) উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক খাসা সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক হাবীবুর রাহমান, আব্দুল কাদির, মনহর আলী, জবরুল মাস্টার, এবিএস সিদ্দিক, শাহরিয়ার হাসান, আয়নুল হক, তারেক আহমেদ, আহমেদ দিপন প্রমুখ।

দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ সম্পন্ন করার দাবী জানিয়ে বক্তারা বলেন দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারবিহীন অবস্থায় থাকায় এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিনই এই রাস্তা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, যাত্রী সাধারণ, মুমূর্ষু রোগী সহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও চলাচল করে থাকেন। অথচ নানা অজুহাতে রাস্তাটির সংস্কার কাজ বারবার বিলম্বিত হচ্ছে। ফলে এলাকাবাসী নাভিশ্বাস চরমে উঠেছে।

মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত