সিলেটটুডে ডেস্ক

৩০ জুন, ২০১৬ ১৬:৪৭

সিলেটে বিজিবি’র অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় বিড়ি আটক

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বিড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ২৮ জুন মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহল দল জৈন্তাপুরের লালাখালের গঙ্গাজুড়ি টিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৮৪ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করে বিজিবি। এই অভিযানে নেতৃত্ব দেন লালাখাল বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শহিদুর রহমান।   

অপরদিকে, ২৯ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে সিলেটের কানাইঘাট থানার লোহাজুড়ীতে অভিযান চালিয়ে আরও ৭০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করে বিজিবির আরেকটি দল। ডোনা বিওপির হাবিলদার মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিড়িগুলো ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে বিজিবি জানায়।

উদ্ধার হওয়া বিড়ির মূল্য আনুমানিক ২ লক্ষ ৩১ হাজার টাকা।

 আরো জানা যায়,  স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরাকারবারীদের খুঁজে বের করার প্রচেষ্টায় সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে বিজিবি।
 

আপনার মন্তব্য

আলোচিত