সিলেটটুডে ডেস্ক

৩০ জুন, ২০১৬ ১৮:২১

পুলিশের বিরুদ্ধ জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ গৃহবধূর

সিলেটে ৩পুলিশসহ ৮জনের বিরুদ্ধে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ এনেছেন সদর উপজেলার মোগলগাওয়ের প্রবাসীর বধু নেহার বেগম। অভিযুক্তরা হচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার এসআই মোঃ আক্তারুজ্জামান পাঠান,কং/৬১৬ মোঃ রেজা মাহমুদ সহিলী এবং কং/৮৪৩ মোছাঃ  খায়রুন নাহার এবং জালালাবাদ থানার দিঘলবাক নোয়াগাঁয়ের রইছ আলী, রইছ আলীর পুত্র লিয়াকত আলী, শওকত আলী, হাবিবুর ও রইছ অলীর স্ত্রী  জমিলা বেগম।

অভিযোগে প্রকাশ, গত ২২জুন জালা লাবাদ তানার দিঘলবাক নোয়াগাঁওয়ে গৃহবধু সাজনা বেগমের অস্বাভাবিক মৃত্যু ঘটে । খবর পেয়ে সাজনার বোন নেহার বেগম, ভাই মুজির ও হেলাল রইছ আলীদের বাড়িতে যায়। এসময় রইছ আলীদের প্ররোচনায় পভাবিত হয়ে জারালাবাদ থানার এসআই এসআই মোঃ আক্তারুজ্জামান পাঠান,কং/৬১৬ মোঃ রেজা মাহমুদ সহিলী এবং কং/৮৪৩ মোছাঃ  খায়রুন নাহারসহ রইছ আলীর লোকজন মৃতার বোন নেহার বেগম ও তার দুই ভাই মুজির ও হেলালকে বসতঘরের একটি কক্ষে আটকে রাথে এবং মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে অলিখিত দুটি সাদা কাগজে জোরপূর্বক তাদের তিনজনের স্বাক্ষর আদায় করে। একটি কাগজের বাম পার্ম্বের উপরিভাগে একটা করে এবং অপর একটি কাগজের নিচ অংশে নেহার বেগমের দুটি স্বাক্ষর আদায় করে ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। এঘটনায় নেহার বেগম থানার ওসির কাছে অভিযোগ কররে তা আমলে না  নেয়ায় নেহার বেগম বৃহস্পতিবার বিকেলে এসএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।

এসএমপির ডেসপাশ শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা  নিশ্চিত করেছে।

আপনার মন্তব্য

আলোচিত