হবিগঞ্জ প্রতিনিধি

৩০ জুন, ২০১৬ ১৮:৫৪

৮৭ শতাংশ নারীই বিবাহিত জীবনে নির্যাতনের শিকার হন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নেতৃত্বে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রম জোরদারকরন প্রকল্পের আওতায় আচরন পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মোহনপুরস্থ ব্রাকের আঞ্চলিক কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক সুশীল কুমার বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালা পরিচালনা করেন এ কর্মসূচীর সিনিয়র ট্রেইনার মোঃ রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রাক জেলা প্রতিনিধি ফিজোর ভূইয়া।

কর্মশালায় লোকড়া, শায়েস্তাগঞ্জ, নুরপুর, নিজামপুর, রাজিউড়া ও লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, ইমাম, ছাত্রসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের তথ্য বরাত দিয়ে কর্মশালায় জানানো হয়, বাংলাদেশের ৮৭% নারী বিবাহিত জীবনে কোনো না কোনো ভাবে নির্যাতিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাক এ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত