নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০১৬ ১৮:০৭

রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বুধবার দুপুরে সিলেট নগরীর বিভিন্ন মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে যাত্রা করে রথ। নগরীর প্রধান প্রধান সড়কগুলো ঘুরে সবগুলো রথ মিলিত হয় রিকাবিবাজারে।

এবার রথযাত্রায় মোট ২১ টি রথ অংশ নেয়। এর মধ্যে ইসকন মন্দিরের ৩ টি রথ রয়েছে। ইসকন মন্দির থেকে বেলা সাড়ে ৩ টায় ৩ টি রথ নিয়ে শোভাযাত্রা শুরু হয়। এতে বিপুল ভক্ত অনুরাগী অংশ নেয়।

রিকাবিবাজারে সবগুলো রথ মিলিত হয়ে পুজা অর্চনায় অংশ নেয়।

রথযাত্রা উপলক্ষ্যে নগরীর রিকাবীবাজারে বসেছে সপ্তাহব্যাপী মেলা। মেলায় বিভিন্ন বয়সের নারী পুরুষ ভিড় করেছেন।

রথযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত